Movie

 

বিভূতিভূষণ মুখোপাধ্যায় (২৪ অক্টোবর ১৮৯৪ - ৩০ জুলাই ১৯৮৭)ছিলেন বাংলা সাহিত্যে জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের রচয়িতা। রসরচনায়ও রয়েছে তার অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক ও রঙ্গরসের গল্পও লিখেছেন।

##<##

আমার ভাইঝি ব্রাণুর প্রথম ভাগের গণ্ডি পার হওয়া আর হইয়া উঠিল না ।

### #

| তাহার সহস্রবিধ অন্তরায়ের মধ্যে দুইটি বিশেষ উল্লেখযােগ্য — এক , তাহার প্রকৃতিগত অকালপক গিন্নিপনা , আর অন্যটি , তাহার আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা । তাহার দৈনিক জীবনপ্রণালী লক্ষ করিলে মনে হয় , বিধাতা যদি তাহাকে একেবারে তাহার ঠাকুমার মতাে প্রবীণ গৃহিণী এবং কাকার মতাে এম . এ . , বি , এল , করিয়া পাঠাইতেন , তাহা হইলে তাহাকে মানাইতও ভালাে এবং সেও সন্তুষ্ট থাকিত । তাহার ত্রিশ - চল্লিশ বৎসর পরবর্তী ভাবী নারীত্ব হঠাৎ কেমন করিয়া যেন ত্রিশ - চল্লিশ বৎসর পূর্বে আসিয়া পড়িয়া তাহার ক্ষুদ্র শরীর - মনটিতে আর আঁটিয়া উঠিতেছে না — রাণুর । কার্যকলাপ দেখিলে এইরকমই একটা ধারণা মনে উপস্থিত হয় । প্রথমত , শিশুসুলভ সমস্ত ব্যাপারেই তাহারে ক্ষুদ্র নাসিকাটি তাচ্ছিল্যে কুঞ্চিত হইয়া উঠেখেলাঘর সে । মােটই বরদাস্ত করিতে পারে না , ফ্রক - জামাও না , এমনকি নােলকরাও নয় । মুখটা । গম্ভীর করিয়া বলে , আমার কি আর ও সবের বয়েস আছে মেজকা ? |


বলিতেতে হয় , না মা , আর ক — তিনকাল গিয়ে এককালে ঠেকল । রাণু চতৃর্থকালের কাল্পনিক দুশ্চিন্তা - দুর্ভাবনায় মুখটা অন্ধকার করিয়া বসিয়া ।


#####

 আর দ্বিতীয়ত — কতকটা বােধহয় শৈশবের সহিত সম্পর্কিত বলিয়াই — তাহার । ঘােরতর বিতৃষ্ণা প্রথম ভাগে । দ্বিতীয় ভাগ হইতে আরম্ভ করিয়া তাহার কাকার আইন - পুস্তক পর্যন্ত আর সবগুলির সহিতই তাহার বেশ সৌহার্দ্য আছে এবং তাহাদের । সহিতই তাহার দৈনিক জীবনের অর্ধেকটা সময় কাটিয়া যায় বটে , কিন্তু প্রথম ভাগের । নামেই সমস্ত উৎসাহ একেবারে শিথিল হইয়া আসে । বেচারির মলিন মুখখানি ভাবিয়া আমি মাঝে মাঝে এলাকাড়ি দিই — মনে করি , যাকগে বাপু , মেয়ে - নাই বা এখন । থেকে বই - মেট নিয়ে মুখ খুঁজরে রইল , ছেলে হওয়ার পাপটা তাে করেনি ; নেহাতই দরকার বােধ করা যায় , আর একটু বড় হােক , তখন দেখা যাবেখন । 


## ##

 এইরকমে দিনগুলা রাণুর বেশ যায় ; তাহার গিন্নিপনা সতেজে চলিতে থাকে এবং পড়াশুনরাও বিষম ধুম পড়িয়া যায় । বাড়ির নানা স্থানের অনেকসব বই হঠাৎ স্থানষ্ট হইয়া কোথায় যে অদৃশ্য হয় , তাহার যোজ দুরূহ হইয়া উঠে এবং উপরের ঘর , নিচের ঘর হইতে সময় - অসময়ে রাণুর উচু গলায় পড়ার আওয়াজ আসিতে থ্যকে — ঐ ক - য়ে য - ফলা ঐক্য , ম - য়ে আকার ণ - য়ে হই ক - য়ে য - ফলা মাণিক্য বা কার আইন মুখস্থ করে দিনগুলা বেশিদিন ঠাৎ পরিবর্তন হয় । ed গুরুমহাশয়ের বেগে পাখি সব করে রব রাতি পােহাইল , অথবা তাহার রাঙাকাকার আইন ঢঙে - হােয়ার অ্যাজ ইট ইজ , ইত্যাদি 

বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প

 | আমার লাগে ভালাে , কিন্তু রাণুর স্বাভাবিক ঘূর্তির এইরকম দিন স্থায়ী হইতে পারে না । ভালাে লাগে বলিয়াই আমার মতির হঠাৎ পবি যায় এবং কর্তব্যজ্ঞানটা সমস্ত লঘুতাকে ভুভঙ্গি করিয়া প্রবীণ গুরুমহা আমার মধ্যে জাকিয়া আসিয়া বসে । সনাতন যুক্তির সাহায্যে হৃদয়ের সমস্ত নয় নিরাকরণ করিয়া গুরুগম্ভীর স্বরে ডাক দিই , ব্লাণু !

### #















Post a Comment